DU A Unit Admission Question Solution 2002-2003
নিচের ভিডিওতে দেখে নাও বিস্তারিত:
কোর্সটি কিনতে পাশের বাটনটি ক্লিক কর:
কোর্সের ডেমো ভিডিও(এভাবে পদার্থবিজ্ঞান+রসায়ন+উচ্চতরগণিত এর বিগত বিশ বছরের সকল প্রশ্নের সমাধান থাকবে ভিডিওতে)
Physics
-
অস্তগামীসূর্য দেখার জন্য পানির ভিতর থেকে একটি মাছকে অভিলম্বের সাপেক্ষে যে কোণে দৃষ্টিপাত করতে হবে তা হলো-
- 57.55°
- 48.75°
- 34.75°
- 44.75°
Ans. 48.75°
- ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50° F হলে কেলভিন স্কেলে ঐ তাপমাত্রা হবে-
- 273 K
- 283 K
- 290 K
- 300 K
Ans. 283 K
- ইয়ং-এর ডাবল-স্লিট পরীক্ষা প্রদর্শন করে-
- আলোকের সমবর্তন
- আলোকের বিচ্ছুরণ
- আলোকের প্রতিফলন
- আলোকের ব্যতিচার
Ans. আলোকের ব্যতিচার
- স্থির চাপে 27°C তাপমাত্রার 2 Litre বাতাসের আয়তন 4 L করতে হলে উত্তপ্ত করে যে তাপমাত্রায় নিতে হবে-
- 54°C
- 237°C
- 300°C
- 327°C
Ans. 327°C
- যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয়, আলোর বিচ্যুতি-
- নীল অপেক্ষা লালের জন্য বেশি
- হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি
- লালের চেয়ে সবুজের জন্য কম
- কমলার চেয়ে বেগুনির জন্য কম
Ans. হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি
- একটি P-টাইপ অর্ধ-পরিবাহী তৈরী করতে সিলিকন এর সাথে যেটি যোগ (ডোপিং) করতে হবে।
- Phosphorus
- Antimony
- Arsenic
- Indium
Ans. Indium
- একটি বৈদ্যুতিক বাতির মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে পাওয়া যায়-
- শুধু তাপশক্তি
- শুধু আলোকশক্তি
- তাপশক্তি এবং আলোক শক্তি
- পারমাণবিক শক্তি
Ans. তাপশক্তি এবং আলোক শক্তি
- 220v, 40w এবং 110v, 40w লেখা দুটো ইলেকট্রিক বাল্বের রোধের অনুপাত-
- 1 : 2
- 2:1
- 4:1
- 6:1
Ans. 4:1
- কয়েকটি ধারক শ্রেণি সমবায়ে সংযুক্ত হলে-
- প্রত্যেকটির বিভব পার্থক্য সমান
- প্রত্যেকটির চার্জ সমান
- লব্ধি ধারকত্ব সবগুলো ধারকের সমষ্টি থেকে বড়
- লব্ধি ধারকত্ব সবগুলো ধারকের সমষ্টির সমান
Ans. প্রত্যেকটির চার্জ সমান
- এক কুলম্ব মানের দুটি ধনাত্মক আধান lcm দূরে অবস্থিত। যদি একটি ধনাত্মক আধানকে সরিয়ে সেখানে একটি এক কুলম্ব মানের ঋণাত্মক আধান বসানো হয়, তবে আধান দুটির মধ্যেকার বলের মান-
- শূন্য
- আগের চেয়ে কম
- আগের চেয়ে বেশি
- আগের সমান
Ans. আগের সমান
- দুটি তরঙ্গের প্রতিটির তরঙ্গদৈর্ঘ্য 12cm করে। যদি একটি থেকে অপরটি 14cm অগ্রগামী হয়, তবে তাদের মধ্যে দশা পার্থক্য-
- \(\pi / 3\)
- \(\pi / 4\)
- \(\pi / 5\)
- \(\pi / 6\)
Ans. \(\pi / 3\)
- 100 ওয়াট এর একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন ৪ ঘন্টা করে জ্বালানো হয়। প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির মূল্য 2.00 টাকা হলে 30 দিনে খরচ হবে।
- 24 Tk.
- 48 Tk.
- 64 Tk.
- 72 Tk.
Ans. 48 Tk.
- বায়ুশূন্য স্থানে আলোর দ্রুতি ‘c’। একটি বস্তুর চলমান ভর বস্তুটির নিশ্চল ভরের দ্বিগুণ হতে হলে এর দ্রুতি হতে হবে-
- c/2
- 2c
- \(\frac{2}{\sqrt{3 c}}\)
- \(\frac{\sqrt{3}}{2} \mathrm{c}\)
Ans. \(\frac{\sqrt{3}}{2} \mathrm{c}\)
- তিনটি ভিন্ন মানের রোধ \(\mathbf{R}_{1}, \mathbf{R}_{2}, \mathbf{R}_{3}\) সমান্তরালে সংযুক্ত হলে –
- প্রত্যেকটির দু’প্রান্তে বিভব পার্থক্য সমান
- প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান
- মোট রোধ, \(\mathrm{R}=\mathrm{R}_{1}+\mathrm{R}_{2}+\mathrm{R}_{3}\)
- মোট রোধ, \(\mathrm{R}=\left(1 / \mathrm{R}_{1}+1 / \mathrm{R}_{2}+1 / \mathrm{R}_{3}\right)^{-1}\)
Ans. প্রত্যেকটির দু’প্রান্তে বিভব পার্থক্য সমান
- গাছের একটি আপেল পৃথিবীকে f বলে আকর্ষণ করছে। পৃথিবী আপেলকে F বলে আকর্ষণ করে।
- \(\mathrm{F} \gg \mathrm{f}\)
- \(\mathrm{F}>\mathrm{f}\)
- \(\mathrm{F}=\mathrm{f}\)
- \(\mathrm{F}<\mathrm{f}\)
Ans. \(\mathrm{F}=\mathrm{f}\)
- তেজস্ক্রিয় বর্জ্যের একটি নমুনার অর্ধায়ু 60 বছর। বর্জ্যের তেজস্ক্রিয়তা তার বর্তমান মানের 12.5% হতে হলে কত সময় লাগবে?
- 180 Years
- 120 Years
- 200 Years
- 240 Years
Ans. 180 Years
- একটি গাড়ি 36 km/hr বেগে গতিশীল। প্রায় কোন গতিতে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে?
- 7 m/s
- 54 m/s
- 14 m/s
- 20 m/s
Ans. 14 m/s
- যখন একটি শব্দের উৎস কোনো স্থির শ্রোতার দিকে এগিয়ে আসে তখন যা ঘটে তা হলো-
- তরঙ্গদৈর্ঘ্যের আপাতঃ বৃদ্ধি
- কম্পন সংখ্যার আপাতঃ বৃদ্ধি
- কম্পন সংখ্যার আপাতঃহাস
- শব্দের গতিবেগের পরিবর্তন
Ans. কম্পন সংখ্যার আপাতঃ বৃদ্ধি
- দুটি ভেক্টর \(\overrightarrow{\mathbf{A}}=2 \hat{\mathbf{i}}+3 \hat{\mathbf{j}}-4 \hat{\mathbf{k}}\) এবং \(\overrightarrow{\mathbf{B}}=x \hat{\mathbf{i}}+6 \hat{\mathbf{j}}-8 \hat{\mathbf{k}}\) দেওয়া আছে। x এর যে মানের জন্য ভেক্টর \(\overrightarrow{\mathrm{B}}\) সমান্তরাল হবে। তা হল-
- 3
- 4
- 5
- 6
Ans. 4
- 0.2m দৈর্ঘ্যবিশিষ্ট একটি সরলদোলকের দোলনকাল 0.9see পাওয়া গেল। দোলনকাল 1.8sec করতে হলে, দোলকটির দৈর্ঘ্য হবে-
- 0.1 m
- 0.28 m
- 0.4 m
- 0.8 m
Ans. 0.8 m
- একটি ‘কার্নো’ ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 400 K। এই তাপমাত্রায় উৎস থেকে এই ইঞ্জিন 836 J তাপ গ্রহণ করে আর সিংকে 627J তাপ বর্জন করে। তাহলে এ ইঞ্জিনের দক্ষতা-
- 25%
- 26.8%
- 28.9%
- 36%
Ans. 25%
- একটি আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 480nm হলে,কাচে \((\mu=1.5)\) তরঙ্গদৈর্ঘ্য হবে-
- 400 nm
- 380 nm
- 320 nm
- 120 nm
Ans. 320 nm
- একটি লিফট \(2 \mathrm{~m} / \mathrm{s}^{2}\) ত্বরণে নিচে নামছে। লিফটের মেঝের 1m উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হল। \(g=10 \mathrm{~m} / \mathrm{s}^{2}\) ধরা হলে, লিফটের মেঝে স্পর্শ করতে বলটি সময় লাগবে।
- 0.5 s
- 0.6 s
- 0.7 s
- 1.1 s
Ans. 0.5 s
- 20 m/s বেগে চলমান 1000 kg ভরের একটি ট্রাক 1500 kg ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে এক সাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকবে।
- 12 m/s
- 10 m/s
- 8 m/s
- 7.5 m/s
Ans. 8 m/s
- পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে 100 s সময়ে 1000 kg পানি উত্তোলন করা যায়। ট্যাঙ্কে পানির গড় উচ্চতা 20 হলে পাম্পের ক্ষমতা কত kW?
- 1.96
- 2.96
- 1.02
- 1.01
Ans. 1.96
Chemistry
- প্রচুর অক্সিজেনের উপস্থিতিতে কয়লা পুড়িয়ে যে গ্যাসীয় মিশ্রণ পাওয়া গেল তা বিকারে রাখা ঘোলা পানির মধ্যে দিয়ে প্রবাহিত করায় পানির ঘোলা ভাব কেটে গেল। বিকারের পানিতে কি বস্তু ছিল?
- White flower
- \(\mathrm{CaCO}_{3}\)
- \(\mathrm{BaSO}_{4}\)
- mud
Ans. \(\mathrm{CaCO}_{3}\)
- \(2 \mathrm{NO}(\mathrm{g})+\mathrm{O}_{2}(\mathrm{~g}) = 2 \mathrm{~N} 0_{2}(\mathrm{~g})\) বিক্রিয়াটির পরীক্ষা করে নির্ণীত গতি সমীকরণ, \(\mathbf{v}=\mathbf{k}[\mathbf{N O}]^{2}\left[\mathbf{O}_{2}\right] ;[\mathbf{N O}]\) এর পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ করা হলে আদি বেগের কি পরিবর্তন হবে।
- অপরিবর্তিত থাকবে
- দ্বিগুণ হবে
- তিনগুণ হবে
- চারগুণ হবে
Ans. চারগুণ হবে
- NaOH, \(\mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}, \mathrm{NH}_{4} \mathrm{Cl}\) এবং \(\mathrm{CH}_{3} \mathrm{COOH}\) এর 0.01 M জলীয় দ্রবণগুলোকে সক্রিয়তা বৃদ্ধির ক্রমানুসারে সাজানো শুদ্ধ উত্তরটি বেছে নাও।
- \(\mathrm{NaOH}, \mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}, \mathrm{NH}_{4} \mathrm{Cl}, \mathrm{CH}_{3} \mathrm{COOH}\)
- \(\mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}, \mathrm{NH}_{4} \mathrm{Cl}, \mathrm{CH}_{3} \mathrm{COOH}, \mathrm{NaOH}\)
- \(\mathrm{NH}_{4} \mathrm{Cl}, \mathrm{CH}_{3} \mathrm{COOH}, \mathrm{NaOH}, \mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}\)
- \(\mathrm{CH}_{3} \mathrm{COOH}, \mathrm{NH}_{4} \mathrm{Cl} \mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}, \mathrm{NaOH}\)
Ans. \(\mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}, \mathrm{NH}_{4} \mathrm{Cl}, \mathrm{CH}_{3} \mathrm{COOH}, \mathrm{NaOH}\)
- নিচে দেয়া কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক না?
- \(\mathrm{Ar}(18) \rightarrow 1 \mathrm{~s}^{2} 2 \mathrm{~s}^{2} 2 \mathrm{p}^{6} 3 \mathrm{~s}^{2} 3 \mathrm{p}^{6}\)
- \(\mathrm{K}(19) \rightarrow[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^{1}\)
- \(\mathrm{Fe}(26) \rightarrow[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^{2} 4 \mathrm{p}^{6}\)
- \(\mathrm{Cu}(29) \rightarrow[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^{10} 4 \mathrm{~s}^{1}\)
Ans. \(\mathrm{Fe}(26) \rightarrow[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^{2} 4 \mathrm{p}^{6}\)
- নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ।
- \(\mathrm{n}=1, l=0, \mathrm{~m}=0, \mathrm{~s}=+1 / 2\)
- \(\mathrm{n}=3, l=2, \mathrm{~m}=2, \mathrm{~s}=-1 / 2\)
- \(\mathrm{n}=2, l=2, \mathrm{~m}=+2, \mathrm{~s}=+1 / 2\)
- \(\mathrm{n}=4, l=2, \mathrm{~m}=0, \mathrm{~s}=-1 / 2\)
Ans. \(\mathrm{n}=2, l=2, \mathrm{~m}=+2, \mathrm{~s}=+1 / 2\)
- একটি নলকূপের পানি বিশ্লেষণ করে L পানিতে 0.030 g আর্সেনিক পাওয়া গেল। ঐ পানিতে আর্সেনিকের ঘনমাত্রা।
- 3 ppm
- 300 ppm
- 30 ppm
- 3000 ppm
Ans. 30 ppm
- ML একটি দানাদার যৌগ। এর পানিতে দ্রবীভূত হবার পর্যায় ও সংশ্লিষ্ট এনথালপি নিচে দেয়া হলো। যৌগটির পানি যোজন এনৃথালপি \(\Delta \mathbf{H}_{1}\) (কিলোজুলে) কত?
\(\mathrm{ML}(\mathrm{s})+\) পানি \(\rightarrow \mathrm{ML}(\mathrm{aq}), \Delta \mathrm{H}=-50 \mathrm{kj}\)
\(\mathrm{ML}(\mathrm{s})+\mathrm{x} . \mathrm{H}_{2} \mathrm{O} \rightarrow \mathrm{MB} \cdot \mathrm{xH}_{2} \mathrm{O}, \Delta \mathrm{H}_{1}=?\)
\(\mathrm{MB} \cdot \mathrm{xH}_{2} \mathrm{O}(\mathrm{s})+\) পানি \(\rightarrow \mathrm{ML}(\mathrm{aq}), \Delta \mathrm{H}_{1}=+10 \mathrm{kj}\)- +60
- -60
- -40
- +40
Ans. -60
- 10.0 mL 0.2 M \(\mathrm{KMn} 0_{4}\) -এর জলীয় দ্রবণ কত mL 0.2M \(\mathrm{Na}_{2} \mathrm{C}_{2} \mathrm{O}_{4}\) এর জলীয় দ্রবণে যোগ করলে এর \(\mathrm{Na}_{2} \mathrm{C}_{2} \mathrm{O}_{4}\) সম্পূর্ণ জারিত হবে।
- 25
- 10
- 20
- 50
Ans. 25
- তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ-
- বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয় হয়।
- বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পাওয়া
- বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস পাওয়া
- বিক্রিয়া অণুসমূহের আন্ত-আণবিক দূরত্ব হ্রাস পাওয়া।
Ans. বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয় হয়।
- নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60g সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 g তলানি পাওয়া যায়। উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত? (প্রতি 100 g দ্রাবকে)
- 25
- 15
- 20
- 22
Ans. 20
- এক অ্যাটমোস্ফিয়ার চাপে ও নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে 4 g হিলিয়াম 14 g নাইট্রোজেন এবং 16g অক্সিজেন আবদ্ধ আছে। কোনটির আংশিক চাপ সর্বোচ্চ?
- নাইট্রোজেন
- অক্সিজেন
- হিলিয়াম
- সকলের আংশিক চাপ সমান
Ans. হিলিয়াম
- আর্সেনিক (As) ফসফরাস (P) পরিবারের একটি মৌল। নিচের কোন সংকেতটি আসেনিক এসিডের।
- \(\mathrm{H}_{2} \mathrm{AsO}_{4}\)
- \(\mathrm{H}_{3} \mathrm{AsO}_{3}\)
- \(\mathrm{H}_{3} \mathrm{AsO}_{4}\)
- \(\mathrm{H}_{3} \mathrm{AsO}_{2}\)
Ans. \(\mathrm{H}_{3} \mathrm{AsO}_{4}\)
- \(\mathrm{CH}_{4}\) ও \(\mathbf{N H}_{3}\) এর মধ্যে C ও N এর সংকরণ অবস্থাগুলো হলো।
- \(\mathrm{C}\) is \(\mathrm{sp}^{3}, \mathrm{~N}\) is \(\mathrm{sp}^{2}\)
- \(\mathrm{C}\) is \(\mathrm{sp}^{2} \mathrm{~N}\) is \(\mathrm{sp}^{3}\)
- Both are sp \(^{2}\)
- Both are sp \(^{3}\)
Ans. Both are sp \(^{3}\)
-
\(\mathbf{Q} \stackrel{\alpha}{\longrightarrow} \mathbf{R} \stackrel{\beta}{\longrightarrow} \mathbf{L} \stackrel{\gamma}{\longrightarrow} \mathbf{D}\) উপায়ে Q তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপগুলোর ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে নিচের কোনটি সঠিক।
- Q = L
- R = L
- Q = L
- L = D
Ans. L = D
- \(\mathbf{H}_{2}(\mathrm{~g})+\mathbf{I}_{2}(\mathrm{~g}) \rightleftharpoons 2 \mathrm{HI}(\mathrm{g}) \Delta \mathbf{H}=-13 \mathrm{~kJ} / \mathrm{mol}\) বিক্রিয়াটি 100°C তাপমাত্রায় সাম্যাবস্থায় আসে । নিচের কোন অবস্থাটির জন্য হাইড্রোজেন আয়োডাইডের শতকরা হার সাম্য মিশ্রণে বেড়ে যাবে?
- চাপ কমলে
- তাপমাত্রা কমলে
- চাপ বাড়লে
- তাপমাত্রা বাড়লে
Ans. তাপমাত্রা কমলে
- নিচের যৌগগুলির কোনটি হেপূটেনের সমাণু নয়।
- 2-methyl hexane
- 2,2-dimethyl pentane
- 2,3 – dimethyl butane
- 2,3 – dimethyl pentane
Ans. 2,3 – dimethyl butane
- \(\mathrm{C}_{2} \mathrm{H}_{4} \mathrm{O}_{2}\) আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগের জলীয় দ্রবণ সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে \(\mathrm{CO}_{2}\) উৎপন্ন করে। যৌগটির গাঠনিক সংকেত কি?
- \(\mathrm{CH}_{2}=\mathrm{CH}-\mathrm{OH}\)
- \(\mathrm{H}_{2} \mathrm{CO}_{2} \mathrm{CH}_{2}\)
- \(\mathrm{CH}_{3}-\mathrm{CO}-\mathrm{OH}\)
- \(\mathrm{CH}-\mathrm{CO}-\mathrm{CH}_{3}\)
Ans. \(\mathrm{CH}_{3}-\mathrm{CO}-\mathrm{OH}\)
- Starch \(\stackrel{\text { Stage } 1}{\longrightarrow}\) Simple sugar \(\stackrel{\text { Stage } 2}{\longrightarrow}\) ethanol
স্টার্চ থেকে ইথানল তৈরির একটি পদ্ধতি। পর্যায় দুটি বুঝাতে কোন শব্দ যুগল ব্যবহার করা হয়।- Cracking
- Fermentation
- Hydrolysis
- Polymerization
Ans. Fermentation
- \(\mathrm{C}_{2} \mathrm{H}_{5} \mathrm{OH}\) জারিত হয়ে z উৎপন্ন করে। Z \(\mathrm{C}_{2} \mathrm{H}_{5} \mathrm{OH}\) এর
সাথে বিক্রিয়া করে এষ্টার তৈরি করে। Z কি?- \(\mathrm{HCOOH}\)
- \(\mathrm{CH}_{3} \mathrm{COOH}\)
- \(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{COOH}\)
- \(\mathrm{CH}_{3} \mathrm{COOC}_{2} \mathrm{H}_{5}\)
Ans. \(\mathrm{CH}_{3} \mathrm{COOH}\)
- প্রোটিন নিচের কোন যৌগের পলিমার?
- \(\alpha\) – amino acid
- \(\alpha\) -D glucose
- Deoxyribonucleotide
- fatty acid
Ans. \(\alpha\) – amino acid
- অ্যাসিটিলিনে কার্বন, কার্বন ত্ৰিবন্ধনের মধ্যে সিগমা বন্ধনের সংখ্যা হলো।
- Three
- One
- Two
- Zero
Ans. One
- নিচের যৌগগুলির কোনটি সি-ট্রান্স সমাণু সম্ভব?
- \(\mathrm{CH}_{3}-\mathrm{CH}=\mathrm{CH}_{2}\)
- \(\mathrm{CH}_{3} \mathrm{CH}=\mathrm{CH}_{2}\)
- \(\mathrm{CH}_{3}-\mathrm{CH}_{3}\)
- \(\mathrm{CH}_{3}-\mathrm{C}_{4} \mathrm{H}_{6}-\mathrm{CH}_{3}\)
Ans. \(\mathrm{CH}_{3}-\mathrm{C}_{4} \mathrm{H}_{6}-\mathrm{CH}_{3}\)
- চর্বি থেকে সাবান তৈরি করার জন্য কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়।
- Hydrolysis
- Polymerization
- Fermentation
- Substitution
Ans. Hydrolysis
- নিচের কোন যৌগটির নাম IUPAC পদ্ধতিতে সঠিক ভাবে লিখা হয়নি।
- \(\mathrm{CH}_{3} \mathrm{CHClCH}_{2} \mathrm{OH}:\) 2- chloropropane- \(\mathrm{l}-\mathrm{ol}\)
- \(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{CHClCH}_{2} \mathrm{OH}\) : 3- chlorobutane – 1 -ol
- \(\mathrm{CH}_{3}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}-\mathrm{CH}_{3}: 2\) – methyl hexane
- \(\mathrm{CH}_{3}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}-\mathrm{CH}_{2}-\mathrm{CH}_{3}: 3\) – methyl hexane
Ans. \(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{CHClCH}_{2} \mathrm{OH}\) : 3- chlorobutane – 1 -ol
- নিচের কোন সেটটির আয়নসমূহ সম-ইলেকট্রনিক?
- \(\mathrm{Mg}^{2+}, \mathrm{Ca}^{2+}, \mathrm{Sr}^{2+}\)
- \(\mathrm{F}^{-}, \mathrm{Cl}^{-}, \mathrm{Br}^{-}\)
- \(\mathrm{N}^{3-}, \mathrm{O}^{2-}, \mathrm{F}^{-}\)
- \(\mathrm{Al}^{3+}, \mathrm{Fe}^{3+}, \mathrm{CR}^{3+}\)
Ans. \(\mathrm{N}^{3-}, \mathrm{O}^{2-}, \mathrm{F}^{-}\)
Mathematics
- \(\sin 65^{\circ}+\cos 65^{\circ}\) মান –
- \(\frac{\sqrt{3}}{2} \cos 40^{\circ}\)
- \(\frac{1}{2} 20^{\circ}\)
- \(\sqrt{2} \cos 20^{\circ}\)
- \(\frac{\sqrt{3}}{2} 40^{\circ}\)
Ans. \(\sqrt{2} \cos 20^{\circ}\)
- \(\left(a+\frac{1}{a}\right)^{18}\) )এর বিস্তৃতিতে a° এর সহগ কত?
- 48920
- 48620
- 48640
- 48720
Ans. 48620
- \(3 x^{2}-7 y^{2}+4 x y-8 x=0\) বক্ররেখাটির (-1, 1) বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল-
- \(-\frac{5}{9}\)
- \(-\frac{5}{6}\)
- \(-\frac{9}{5}\)
- \(\frac{9}{5}\)
Ans. \(-\frac{5}{9}\)
- (1, -1) বিন্দুগামী এবং 2x – 3y + 6 = 0 রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ।
- 3y + 2x = -5
- 2x + 3y = -1
- 2y – 3x = 1
- 3x + 2y = 1
Ans. 3x + 2y = 1
- \(\left(\begin{array}{cc}x-y & 7 \\ 7 & x+y\end{array}\right)=\left(\begin{array}{ll}8 & 1 \\ 7 & 2\end{array}\right)\) হলে, (x, y) =?
- (-5,-3)
- (5,-3)
- (-5,3)
- (5,3)
Ans. (5,-3)
- নীচের কোন রাশিমালাটি cos3A কে cosA বা sinA এর বহুপদী রূপে প্রকাশ করে-
- \(3 \cos A-4 \cos ^{3} A\)
- \(4 \cos ^{3} A-3 \cos A\)
- \(3 \sin A-4 \sin ^{3} A\)
- \(4 \sin ^{3} A-4 \sin ^{3} A\)
Ans. \(4 \cos ^{3} A-3 \cos A\)
- \(\omega\) যদি এককের একটি জটিল (কাল্পনিক) ঘনমূল হয় তবে \(\left(1-\omega+\omega^{2}\right)\left(1-\omega^{2}+\omega^{4}\right)=?\)
- 4
- 6
- 3
- 2
Ans. 4
- এক প্যাকেট তাস থেকে একটি তাস দৈবভাবে নেওয়া হলো। তাসটি হরতন বা চিরাতন হওয়ার সম্ভাবনা কত?
- \(\frac{1}{2}\)
- 2
- \(\frac{4}{13}\)
- \(\frac{1}{4}\)
Ans. \(\frac{1}{2}\)
- \(\int \frac{d x}{x+\sqrt{x}}=?\)
- \(\ln (\sqrt{x}+1)+c)\)
- \(\tan ^{-1}(\sqrt{x}+1)+c\)
- \(2 \ln (\sqrt{x}+1)+c\)
- \(2 \tan ^{-1}(\sqrt{x}+1)+c\)
Ans. \(2 \ln (\sqrt{x}+1)+c\)
- \(\lambda\) এর কোন মানের জন্য \(4 \hat{\mathbf{i}}+2 \hat{\mathbf{j}}-3 \hat{\mathbf{k}}\) এবং \(\lambda \hat{\mathbf{i}}-3 \hat{\mathbf{j}}+2 \hat{\mathbf{k}}\) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে?
- -3
- 3
- -12
- 12
Ans. 3
- বাস্তব সংখ্যায়: 0 <|x-3|< 4 এর সমাধান সেটঃ
- \(\{x:-1< x>7\}\)
- \(\{x:-1 \leq x \geq 7\}\)
- \(\{x:-1< x<3\} \cap\{x: 3< x<7\}\)
- \(\{x:-1< x<3\} \cup\{x: 3< x<7\}\)
Ans. \(\{x:-1< x<3\} \cup\{x: 3< x<7\}\)
-
\(y=\cos (\sqrt{x})\) হলে, তখন \(\frac{d y}{d x}=?\)
- \(\sin (\sqrt{x})\)
- \(-\sin (\sqrt{x})\)
- \(-\frac{\sin (\sqrt{x})}{\sqrt{x}}\)
- \(-\frac{\sin (\sqrt{x})}{2 \sqrt{x}}\)
Ans. \(-\frac{\sin (\sqrt{x})}{2 \sqrt{x}}\)
- (- 9, 9) এবং (5, 5) বিন্দুদ্বয়ের সংসাযোজক রেখাংশকে ব্যাস ধরে অংঙ্কিত বৃত্তের সমীকরণ-
- \(x^{2}+y^{2}-4 x+14 y=0\)
- \(x^{2}+y^{2}-4 x-14 y=0\)
- \(x^{2}+y^{2}+4 x+14 y=0\)
- \(x^{2}+y^{2}+4 x-14 y=0\)
Ans. \(x^{2}+y^{2}+4 x-14 y=0\)
-
p এর কিরূপ মানের জন্য \(\mathbf{x}^{2}+\mathbf{p x}+\mathbf{1}=\mathbf{0}\) সমীকরণটির মূলদ্বয় জটিল হবে?
- \(-2 \leq p \leq 2\)
- \(-4< p \leq 4\)
- \(-2<\mathrm{p}<2\)
- \(-4 \leq \mathrm{p}<2\)
Ans. \(-2<\mathrm{p}<2\)
- নিম্নোক্ত রাশিমালাটির মান:\(1+\omega+\omega^{2}=?\)
- -1
- 0
- 1
- \(\frac{1}{2}\)
Ans. 0
- প্রক্ষেপকের ভ্রমণকাল T, আনুভূমিক পাল্লা R এবং অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপণ কোণ \(\alpha \) হলে,\(\frac{T^{2}}{R}=?\)
- \(-\frac{2}{\mathrm{~g}} \tan \alpha\)
- \(-\frac{2}{\mathrm{~g}} \cot \alpha\)
- \(\frac{2}{g} \tan \alpha\)
- \(\frac{2}{\mathrm{~g}} \cot \alpha\)
Ans. \(\frac{2}{g} \tan \alpha\)
- 3x+4y = 10 রেখাটির উপর মূলবিন্দু হতে অংকিত লম্বের দৈর্ঘ্য-
- 2
- \(\sqrt{2}\)
- 5
- \(\sqrt{5}\)
Ans. 2
- 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য হতে 4 সদস্যবিশিষ্ট একটি উপকমিটি কত প্রকারে গঠন করা যাবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত হবে?
- 504
- 210
- 126
- 84
Ans. 84
- \(y^{2}=4 x\) এবং y =x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল-
- \(\frac{8}{3}\)
- 3
- 8
- \(\frac{3}{8}\)
Ans. \(\frac{8}{3}\)
-
\(\left|\begin{array}{ccc}-8 & 3 & 3 \\ 3 & -8 & 5 \\ 5 & 5 & -8\end{array}\right|\) নির্ণায়কটির মান-
- 1
- -1
- 0
- 2
Ans. 0
- একই বিন্দুতে ক্রিয়ারত 2 একক ও 3 একক মানের দুইটি বলের লব্ধি মান 4 একক। বল দুইটির অন্তর্ভুক্ত কোণ কত?
- \(\cos ^{-1}\left(\frac{1}{4}\right)\)
- \(\cos ^{-1}\left(\frac{1}{2}\right)\)
- \(\cos ^{-1}\left(\frac{1}{3}\right)\)
- \(\cos ^{-1}\left(\frac{1}{5}\right)\)
Ans. \(\cos ^{-1}\left(\frac{1}{4}\right)\)
- \(\int_{1}^{e} \ln x d x\) এর মান-
- e
- \(\mathrm{e}^{-1}\)
- \(\mathrm{e}^{+1}\)
- 1
Ans. 1
- দশমিক সংখ্যা 123 এর দ্বিমিক (বাইনারি) পদ্ধতিতে প্রকাশ-
- 1110111
- 1111011
- 1110110
- 1101111
Ans. 1111011
- একটি ক্লাসের 120 জন ছাত্র সকলেই ক্রিকেট অথবা ফুটবল অথবা উভয়ই খেলে। 75 জন ক্রিকেট খেলে এবং 60 জন। ফুটবল খেলে। কতজন উভয়ই খেলে?
- 13
- 15
- 25
- 23
Ans. 15
- নীচের কোনটি সত্য উক্তি-
- \(\mathrm{A} / \mathrm{B}=\mathrm{A} \cup \mathrm{B}^{\prime}\)
- \(\mathrm{A} / \mathrm{B}=\mathrm{A} \cap \mathrm{B}^{\prime}\)
- \(\mathrm{A} / \mathrm{B}=\mathrm{A}^{\prime} \cup \mathrm{B}\)
- \(\mathrm{A} / \mathrm{B}=\mathrm{A}^{\prime} \cup \mathrm{B}\)
Ans. \(\mathrm{A} / \mathrm{B}=\mathrm{A} \cap \mathrm{B}^{\prime}\)
Biology
-
নিচের কোনটি দ্বারা HIV গঠিত?
- প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড
- নিউক্লিক অ্যাসিড
- গ্লাইকোপ্রোটিন ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ
- প্রোটিন ও চর্বি
Ans. গ্লাইকোপ্রোটিন ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ
- কোনটি ভাইরাসজনিত রোগ?
- পোলিও
- কলেরা
- টিটেনাস
- বটুলিজম
Ans. পোলিও
- কোন জীব চিনিকে মদে রূপান্তরিত করে?
- Spirogyra
- Saccharomyces
- Euglena
- Penicillium
Ans. Saccharomyces
- সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলে কয়টি ইকোলজিক্যাল জোন আছে?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
Ans. তিনটি
- ফুলে মায়োসিস হয় –
- বৃতিতে
- দলে
- পুংকেশরে
- বোটায়
Ans. পুংকেশরে
- শ্রেণিবিন্যাসে “Species” শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
- Carolus Linnaeus
- John Rey
- De Candolle
- Earnst Mayr
Ans. Carolus Linnaeus
- সমপাশ্বীয়-মুক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায় –
- দ্বিবীজপত্রী কাণ্ডে
- একবীজপত্রী কাণ্ডে
- একবীজপত্রী মূলে
- পাতায়
Ans. দ্বিবীজপত্রী কাণ্ডে
- পানি সংবহনতন্ত্রের উপস্থিতি কোন পর্বে দেখা যায়?
- Porifera
- Echinodermata
- Mollusca
- Chordata
Ans. Echinodermata
- প্লাস্টিড বিহীন উদ্ভিদ কোনটি?
- মস
- স্পাইরোগাইরা
- অ্যাগারিকাস
- সাইকাস
Ans. অ্যাগারিকাস
- প্লাজমিড DNA ছেদন করা হয়-
- Amylase enzym
- Restriction enzyme
- Protease enzyme
- Cellulase enzyme
Ans. Restriction enzyme
- বাংলাদেশে Cycas উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে –
- দিনাজপুরে
- বরিশালে
- মোমেনশাহীর মধুপুর বনে
- চট্টগ্রামের বারিয়াডালা বনে
Ans. চট্টগ্রামের বারিয়াডালা বনে
- CFC বিনষ্ট করে-
- নাইট্রোজেন
- কার্বন ডাইঅক্সাইড
- ওজোন স্তর
- হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ans. ওজোন স্তর
- নিচের কোনটি ইকোসিস্টেমের অজৈব উপাদান?
- মাটি
- উদ্ভিদ
- ব্যাকটেরিয়া
- মানুষ
Ans. মাটি
- মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
- যকৃৎ
- অগ্ন্যাশয়
- থাইরয়েড গ্রন্থি
- প্যারোটিড গ্রন্থি
Ans. যকৃৎ
- স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক অংশ গ্রহণ করে?
- লাইপেজ
- ল্যাকটেজ
- প্রোটিয়েজ
- মলটেজ
Ans. লাইপেজ
- নিচের কোন করোটিক স্নায়ুটি সংবেদী?
- অলফ্যাক্টরি
- অকুলোমোটর
- ভেগাস
- ফেসিয়াল
Ans. অলফ্যাক্টরি
- কোন রক্তগ্রুপ বহনকারী ব্যক্তিকে “সার্বজনীন দাতা” বলা হয়?
- B
- O
- A
- AB
Ans. O
- মানুষের করোটিতে মোট অস্থির সংখ্যা-
- 25
- 29
- 27
- 32
Ans. 29
- লাইসোসোম প্রথম কে আবিষ্কার করেন?
- Robert Brown
- De Duve
- Robert Hook
- Camilo Golgi
Ans. De Duve
- মাইটোকন্ড্রিয়ার ভিতরের অনিয়মিত ভাঁজকে কি বলে ?
- ল্যামেলী
- সিস্টারনি
- ক্রিস্টি
- ক্রোমাটিন তন্তু
Ans. ক্রিস্টি
- নিচের কোনটি DNA অণুতে অনুপস্থিত?
- সাইটোসিন
- এডিনিন
- ইউরাসিল
- গুয়ানিন
Ans. ইউরাসিল
- পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা কে?
- Ernst Haeckel
- August Weismann
- Hugo de Vries
- James Watson
Ans. Ernst Haeckel
- নিচে উল্লিখিত কোন প্রাণীতে হিমোসিল থাকে?
- কেঁচো
- তেলাপোকা
- ম্যালেরিয়া পরজীবী
- হাইড্রা
Ans. তেলাপোকা
- কোন গোত্রের ফুলে ভ্যাক্সিলা থাকে?(পুরাতন সিলেবাস)
- Liliaceae
- Liguminosae
- Solanaceae
- Malvaceae
Ans. Liguminosae
- কাশি নিরাময়ে ব্যবহৃত উদ্ভিদ কোনটি?(পুরাতন সিলেবাস)
- Eclipta prostrata
- Adhatoda vasica
- Ruellia tuberosa
- Cynodon dactylon
Ans. Adhatoda vasica
বাংলা
- ‘ঠোঁট ও নাকের’ ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয়-
- ঙ
- ঞ
- ন
- ম
Ans. ম
- সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমকে কী বলে?
- বিপ্রকর্ষ
- স্বরসঙ্গতি
- অভিশ্রুতি
- সমীভবন
Ans. বিপ্রকর্ষ
- ‘কুশপুত্তলি’ শব্দের আভিধানিক অর্থ-
- কোন ব্যক্তির প্রতীকী মূর্তি
- কুশনির্মিত পুতুল
- খেলনার পুতুল
- কৃশকায় পদার্থ
Ans. কুশনির্মিত পুতুল
- ‘প্রজন্ম’ শব্দের যথাযথ উচ্চারণ-
- প্রজন্ম
- প্রজন্মো
- প্রোজন্মো
- প্রোজোন্মো
Ans. প্রোজন্মো
- ‘ইস্পাত’ শব্দটি কোন ভাষার?
- ইংরেজি
- ফরাসি
- ওলন্দাজ
- পর্তুগিজ
Ans. পর্তুগিজ
- ‘আমি তার উদ্ধতপূর্ণ আচরনে ব্যাথিত হইয়াছি।’ সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
Ans. ৪টি
- উপসর্গযুক্ত শব্দ কোনটি?
- মনোতোষ
- সন্তোষ
- আশুতোষ
- প্রিয়তোষ
Ans. আশুতোষ
- বিভক্তিহীন নামশব্দকে বলে-
- উপসর্গ
- অনুসর্গ
- অপিনিহিতি
- প্রাতিপদিক
Ans. প্রাতিপদিক
- ‘বিদ্যুতে আলো হয়।’ এ বাক্যে ‘বিদ্যুতে’ শব্দটি কোন কারকের দৃষ্টান্ত?
- করণ
- অধিকরণ
- অপাদান
- কর্ম
Ans. করণ
- ‘আমড়া কাঠের ঢেঁকি’ বাগধারার প্রকৃত অর্থ-
- আমড়া কাঠ দিয়ে তৈরি ঢেঁকি
- আমড়া কাঠের মতো দুর্বল ঢেঁকি
- অলীক বস্তু
- অপদার্থ
Ans. অপদার্থ
- ‘পঙ্কিল’ এর বিপরীত শব্দ কোনটি?
- পরিচ্ছন্ন
- উজ্জ্বল
- নির্মল
- অম্লান
Ans. নির্মল
- কোনটি তদ্ভব শব্দ?
- গরু
- মহিষ
- হাতি
- হরিণ
Ans. হাতি
- কোনটি শুদ্ধ বানান?
- নিশ্বাস
- নীশ্বাস
- নিঃশ্বাস
- নিঃশ্বাশ
Ans. নিঃশ্বাস
- ‘উপলখণ্ড’ বলতে বোঝায়-
- কাঠের টুকরো
- পাথরের টুকরো
- বাঁশের টুকরো
- এক টুকরো মাটি
Ans. পাথরের টুকরো
- ‘Petrology” শব্দের বাংলা পরিভাষা-
- শিলাতত্ত্ব
- তৈলবিদ্যা
- পেট্রোল বিজ্ঞান
- জ্বালানি শাস্ত্র
Ans. শিলাতত্ত্ব
- ‘কথোপকথন’ শব্দটি কী রীতিতে গঠিত?
- উপসর্গযোগে
- সন্ধিযোগে
- প্রত্যয়যোগে
- সমাসযোগে
Ans. সমাসযোগে
- ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে’ পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত?(পুরাতন সিলেবাস)
- কবর
- তাহারেই পড়ে মনে
- বাংলাদেশ
- ধন্যবাদ
Ans. কবর
- ‘কুবের বাই ছাড়ান দাও।’ ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে উক্তিটি কার?(পুরাতন সিলেবাস)
- হোসেন মিঞা
- আমিনুদ্দি
- জহর মাঝি
- ধনঞ্জয়
Ans. জহর মাঝি
- ‘স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে’ বঙ্গভাষা’ কবিতায় এ পঙক্তির ঠিক পরের পঙক্তি কোনটি?(পুরাতন সিলেবাস)
- এ ভিখারী-দশা তবে কেন তোর আজি
- ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি
- মাতৃভাষা-রূপ খনি পূর্ণ মনিজালে
- যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরের
Ans. ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি
- ‘এই শিবিরে তোমার আমার মাঝখানে আমার পিতার লাশ শুয়ে আছে।’ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকে এ উক্তিটি কার?(পুরাতন সিলেবাস)
- হিরণবালা
- দিলীপ
- জোহরা
- কার্দি
Ans. জোহরা
- ‘এই প্রভাবে সারা পৃথিবীর আবহাওয়ায় বড় রকম ওলট-পালট ঘটে।’ ‘দুর্যোগপ্রবণ পৃথিবী : বাংলাদেশ ও বিশ্ব’ প্রবন্ধে কিসের প্রভাবের কথা বলা হয়েছে?(পুরাতন সিলেবাস)
- গ্রীন হাউস প্রতিক্রিয়া
- এল-নিনিও
- পরিবেশ দূষণ
- পারমাণবিক তেজস্ক্রিয়া
Ans. এল-নিনিও
- ‘মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়।’ এ বাক্যটি কোন রচনায় আছে?(পুরাতন সিলেবাস)
- হৈমন্তী
- সাহিত্যে খেলা
- অর্ধাঙ্গী
- একটি তুলসী গাছের কাহিনী
Ans. সাহিত্যে খেলা
- ‘আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।’ কোন রচনার?(পুরাতন সিলেবাস)
- যৌবনের গান
- সাহিত্যে খেলা
- ভাষার কথা
- অর্ধাঙ্গী
Ans. সাহিত্যে খেলা
- ‘প্রভুর মন জুগিয়ে চলার শিল্প সে বেশ রপ্ত করেছিল।’ উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে?(পুরাতন সিলেবাস)
- নাসির
- মনোরঞ্জন
- জগদীশ মালো
- হরিদাস
Ans. মনোরঞ্জন
- ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম আছে। কবিতাটির নাম-(পুরাতন সিলেবাস)
- মানসসুন্দরী
- নবদম্পত্তির প্রেমালাপ
- বিজয়িনী
- প্রেমের অভিষেক
Ans. নবদম্পত্তির প্রেমালাপ
English
Read the passage and answer the Q. (01-05)
Between the fuel cells that will power the cars of the future and today’s petrol and diesel engines lie hybrid internal-combustion/electric vehicles. No one now believes that battery-driven electric cars will take over : the batteries are too heavy and run down too quickly. But cars that get their electricity from and internal-combustion engine acting as a generator are a reality. Two such hybrid vehicles are already selling in America and Japan. However, they cost more than normal models, and weigh more than
conventionally powered cars.
- Which of the following is not correct? A hybrid vehicle _____
- is costly
- does not need petrol or diesel
- is heavy
- uses petrol and diesel
Ans. uses petrol and diesel
- This is a passage about _____
- petrol engines
- diesel engines
- internal combustion engines
- electric engines
Ans. internal combustion engines
- An antonym for ‘hybrid’ in line 2 is _____
- mixture
- complex
- pure
- blend
Ans. pure
- ‘Power’ in line 1 is ______
- noun
- verb
- participle
- gerund
Ans. verb
- Batteries that ‘run down too quickly’ are-
- uneconomical
- universal
- fast
- fashinable
Ans. uneconomical
- The earth _____ round the sun.
- moves
- spans
- shoots
- skids
Ans. moves
- One of the characteristics of the moon is the way it continuously changes its _____
- appearance
- mass
- volume
- topography
Ans. appearance
- Even one has seen birds soaring in wide circles _____ land.
- behind
- across
- over
- into
Ans. over
- I cannot make _____ what you are aiming at.
- in
- out
- on
- for
Ans. out
- The man must apologize ____ what he has done.
- to
- for
- at
- by
Ans. for
- Your argument does not stand _____ reason.
- at
- into
- form
- to
Ans. to
- You may _____ down for a nap as soon as you do your homework.
- lay
- lie
- lain
- laid
Ans. lie
- We talked for a long time after we _____ home.
- return
- had returned
- has been returned
- returned
Ans. had returned
- Our friends _____ our house the day before.
.- having left
- had left
- have been left
- had been left
Ans. had left
- Forty yards _____ a good distance.
- is
- are
- were
- had
Ans. is
- It _____ raining since morning.
- was
- has been
- is
- had been
Ans. has been
- The bus _____ left before all the passengers arrived.
- were
- had
- have
- would been
Ans. had
-
সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম-
- I began trembling in that biting cold
- The trembling of me began in that biting
- I began to tremble in that biting cold
- I was trembling in that terrible coldness
Ans. I began to tremble in that biting cold
-
তিনি রাগে গরগর করছেন-
- He is burning with anger
- He is shouthing in rage
- He is bursting into anger
- He is boiling with rage
Ans. He is bursting into anger
- Identify the misspelt word:
- Illiterate
- Embarras
- Parallel
- Occurrence
Ans. Embarras
- The word ‘Solitary’ in ‘The solitary Reaper’ means-(পুরাতন সিলেবাস)
- pretty
- lonely
- cheerful
- musical
Ans. lonely
- The tone of the speaker in ‘The Patriot’ by Robert Browing is-(পুরাতন সিলেবাস)
- happy
- angry
- congused
- bitter
Ans. bitter
- The poet Robert Herrick requests the daffodils to wait till-(পুরাতন সিলেবাস)
- the morning prayer
- the evening prayer
- the sunrise prayer
- the noon
Ans. the evening prayer
- The writer in ‘The Luncheon’ could not turn down the lady’s proposal because-(পুরাতন সিলেবাস)
- the day was pretty
- the lady was kind
- the lady admired his book
- the writer was young
Ans. the writer was young
- Miss Clark in ‘A Mother in Manville’ is a spinster; in other words she is _____(পুরাতন সিলেবাস)
- a spinner of stories
- a woman involeved in spinning
- a married woman
- an unmarried woman
Ans. an unmarried woman
Choose the right word to fill in the gap: Q. 06-11
Choose the appropriate verb form : Q 12-17
Choose the best translations, Q. (18-20)