DU A Unit Admission Question Solution 2003-2004
নিচের ভিডিওতে দেখে নাও বিস্তারিত:
কোর্সটি কিনতে পাশের বাটনটি ক্লিক কর:
কোর্সের ডেমো ভিডিও(এভাবে পদার্থবিজ্ঞান+রসায়ন+উচ্চতরগণিত এর বিগত বিশ বছরের সকল প্রশ্নের সমাধান থাকবে ভিডিওতে)
Physics
-
দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের অনুপাত হলাে-
- 2:1
- 1:2
- 4:1
- ৪:1
Ans.2:1
- বায়ুতে এক বাক্স তুলার ওজন এবং 4 টি লােহার বলের ওজন প্রতিক্ষেত্রে ঠিক 1 kg দেখা গেলে-
- তুলার ভর ও লােহার বলগুলাের ভর সমান
- তুলার ভর বেশি
- ভরের তুলানা বলের সংখ্যার উপর নির্ভর করবে
- তুলার ভর কম
Ans. তুলার ভর ও লােহার বলগুলাের ভর সমান
- 20°C-এর 2kg পানির সঙ্গে 50°C এর Ikg পানি মিশালে মিশ্রণের তাপমাত্রা হবে-
- 35°C
- 50°C
- 30°C
- 70°C
Ans. 30°C
- প্যারাশুট দিয়ে এক বিমানসেনা 5km উচ্চতা থেকে নেমে। এলাে। ভূমি স্পর্শের সময় তার ত্বরণ হলাে-(R= Radius of Earth)
- g
- \(\frac{g(R+5 k m)^{2}}{R^{2}}\)
- 0
- \(\frac{g R^{2}}{(R+5 k m)^{2}}\)
Ans.0
- কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল-
- মহাকর্ষ বল
- চৌম্বক বল
- তড়িৎ চৌম্বক বল
- নিউক্লিয় বল
Ans. মহাকর্ষ বল
- মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের 0.532 গুণ ও 0.11 গুণ। মঙ্গল গ্রহে একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত?
- 4s
- 3.2s
- 1.25 s
- 0.75 s
Ans. 3.2s
- পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তাহলাে-
- 0°C
- 273.16 K
- 100°C
- 4°C
Ans. 273.16 K
- আলােক তরঙ্গের নিম্নোক্ত উপাদান আছে-
- শুধু বিদ্যুৎ ক্ষেত্র
- শুধু চুম্বক ক্ষেত্র
- সমান্তরালে বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্র
- পরস্পর লম্ব বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্র
Ans. পরস্পর লম্ব বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্র
- একটি ক্যামেরা অসীম দূরত্বের বস্তুতে ফোকাস করলে লেন্স ও ফিল্মের মধ্যে দূরত্ব থাকে 2cm। এখন 2m দূরত্বে ফোকাস করলে লেন্সটি কতখানি সরাতে হবে-
- 0.01 cm
- 0.02 cm
- 0.03 cm
- 0.1 cm
Ans. 0.02 cm
- একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান বায়ুর (k = 1)-এর পরিবর্তে একটি (k = 20) ডাই-ইলেকট্রিক ধ্রুবকের পদার্থ দ্বারা পূরণ করা হলাে, কিন্তু দুই পাতে একই আধান রাখা হলাে-
- শুধু বিভব পার্থক্য (পাতদ্বয়ের) পরিবর্তিত হবে
- শুধু ধারকত্ব পরিবর্তিত হবে
- ধারকত্ব ও বিভব পার্থক্য একই থাকবে
- উভয়ই পরিবর্তিত হবে
Ans. উভয়ই পরিবর্তিত হবে
- যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক-দিকবর্তী করে। তার নাম-
- রােধ
- থার্মিস্টর
- ট্রান্সফর্মার
- রেটিফায়ার
Ans. রেটিফায়ার
- 1000kg ভর বিশিষ্ট একটি গাড়ি সমান্তরাল রাস্তায় \(10 \mathrm{~ms}^{-1}\) সমগতিতে চলা অবস্থায় বিপরীতে দিকে 400N বল অনুভব করে। এ অবস্থায় গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা হল
- 4 kw
- 4200 W
- 4500 W
- 400 W
Ans. 4 kw
- একটি ট্রান্সফর্মারের প্রাইমারি এবং সেকেন্ডারি তারের অনুপাত 20:1 এবং সেকেন্ডারিতে 20 ওহম-এর রােধ লাগানাে আছে। যদি প্রাইমারিতে 220 ভােল্ট প্রয়ােগ করা হয় তাহলে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়
- 0.55A
- 27.5mA
- 27.5A
- 5.5mA
Ans. 27.5mA
- একটি ছেলে ক্রটিপূর্ণ চোখে 60cm এর অধিক দূরে বস্তু দেখতে পায় না। সংশােধিত লেন্সের ক্ষমতা কত হলে সে সহজে স্পষ্টভাবে দূরের বস্তুকে দেখতে পারবে
- -2.5D
- – 1.67D
- + 2.5D
- + 1.6D
Ans. – 1.67D
- প্রতিটি 60W-এর 5টি বাতি কয়েক ঘন্টা করে জ্বালানাে হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 3.00 টাকা এবং মাসে 30 দিন বিদ্যুৎ বিল 162.00 টাকা হলে দৈনিক বিদ্যুৎ ব্যবহারের সময়কাল কত?
- 10 h
- 6h
- 8h
- 4h
Ans. 6h
- বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.06 এবং বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1.3 হলে,পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হলাে
- 0.83
- 1.05
- 1.20
- 0.63
Ans. 0.83
- ব্যাটারির ধনাত্মক প্রান্ত যখন pn ডায়ডের p প্রান্তে এবং ঋণাত্মক প্রান্ত যখন pn ডায়ােডের n প্রান্তে সংযুক্ত করা হয়। তখন pn ডায়ােড-
- শূন্য বায়াস
- পশ্চাত্মখী বায়াস
- নিরপেক্ষ বায়াস
- সম্মুখ বায়াস
Ans. শূন্য বায়াস
- একটি বল 4kg ভবিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 m/s বেগ প্রাপ্ত হয়। বলের মান কত-
- 30N
- 20N
- 18 N
- None
Ans. 20N
- একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি তারের কুন্ডলীর অনুপাত 10:1। এর সেকেন্ডারিতে 10 রােধ লাগানাে আছে। যদি প্রাইমারিতে 200V প্রয়ােগ করা হয়, তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ কত-
- 0.05A
- 0.8A
- 1.2A
- 0.2A
Ans. 0.2A
- দুটি চার্জ যথাক্রমে –60C এবং +60C পরস্পর থেকে 0.12m দূরত্বে অবস্থিত। চার্জ দুটির সংযােজন রেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য হবে?
- \(3 \times 10^{14} \mathrm{NC}^{-1}\)
- \(3.5 \times 10^{15} \mathrm{~N}\)
- \(2.5 \times 10^{16} \mathrm{~N}\)
- \(4 \times 10^{15} \mathrm{~N}\)
Ans. \(3 \times 10^{14} \mathrm{NC}^{-1}\)
- 6.65m গভীর একটি পুকুর পানিতে ভর্তি। পানির প্রতিসরাঙ্ক 1.33 হলে, পুকুরের তলদেশ কত উপরে দেখা যাবে-
- 6m
- 20m
- 5m
- 10m
Ans. 5m
- নিম্নের সার্কিট A-B এর মধ্যে সমতুল্য রােধ হলাে-
- \(3 \Omega\)
- \(2 \Omega\)
- \(7 \Omega\)
- \(20 \Omega\)
Ans.\(2 \Omega\)
- একটি ঘরের কোনাে দেয়ালের ক্ষেত্রফল \(30 \mathrm{~m}^{2}\) দেয়ালটি ইটের | তৈরি এবং এর পুরুত্ব 25cm ঘরের বাইরের তাপমাত্রা 30°C হলে দেয়াল কী হারে তাপ ঘরের মধ্যে প্রবেশ করছে নির্ণয় কর। ইটের তাপ পরিবাহকত্ব \(\mathbf{0} .6 \mathbf{W m}^{-1} \mathbf{K}^{-1}\)
- 280 W
- 284 W
- 288 W
- 292 W
Ans. 288 W
- সবচেয়ে কম ভরের কণিকা কোনটি?
- ইলেকট্রন
- প্রােটন
- আলফা
- নিউট্রন
Ans. ইলেকট্রন
- যদি \(\overrightarrow{\mathbf{A}}=\hat{\mathbf{i}}+\hat{\mathbf{j}}+\hat{\mathbf{k}}, \overrightarrow{\mathbf{B}}=2 \hat{\mathbf{i}}+2 \hat{\mathbf{j}}+2 \hat{\mathbf{k}}\), then \(\overrightarrow{\mathbf{A}} \times \overrightarrow{\mathbf{B}}=\)
- \(3 \vec{i}+3 \hat{j}+3 \hat{k}\)
- \(2 \hat{\mathrm{i}}+2 \hat{\mathrm{j}}+2 \hat{\mathrm{k}}\)
- \(\sqrt{12(\hat{i}+\hat{j}+\hat{k})}\)
- 0
Ans. 0
- ভুমির সঙ্গে সর্বনিম্ন 30° কোণে তলে স্থাপিত বস্তু পিছলে নেমে যায়। ঘর্ষণাঙ্ক কত?
- sin 30°
- tan 30°
- cos 30°
- 1
Ans. cos 30°
- কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান হলাে-
- 0°
- 45°
- 90°
- 30°
Ans. 0°
- 5m দৈর্ঘ্য এবং 5mm ব্যাসবিশিষ্ট একটি তারকে 98N বল দ্বারা। টানা হলাে। তারটি কতটুকু বৃদ্ধি পাবে- \(\left[\mathrm{Y}=2 \times 10^{11} \mathrm{Nm}^{-2}\right]\)
- \(2 \times 10^{-2} \mathrm{~m}\)
- \(1.25 \times 10^{-4} \mathrm{~m}\)
- \(4 \times 10^{-2} \mathrm{~m}\)
- \(1.5 \times 10^{-2} \mathrm{~m}\)
Ans. \(1.25 \times 10^{-4} \mathrm{~m}\)
- একটি ট্রেন বাঁশি বাজালে একটি প্লাটফর্মের দিকে 90kmh-1 গতিতে এগােচ্ছে। বাশির কম্পাঙ্ক 600Hz ও শব্দের বেগ \(325 \mathrm{~ms}^{-1}\) হলে দন্ডায়মান শ্রোতার কানে ঐ শব্দের আপাত কম্পাঙ্ক কত মনে হবে?
- 440 Hz
- 550 Hz
- 445 Hz
- 650 Hz
Ans. 650 Hz
- অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের সংকেত হচ্ছে \({ }_{13} \mathrm{~A} l^{27}\) -এর নিউট্রন সংখ্যা কত?
- 27
- 13
- 40
- 14
Ans. 14
Chemistry
- একটি \(250 \mathrm{~cm}^{3}\) দ্রবণে \(5.3 \mathrm{~g} \mathrm{Na}_{2} \mathrm{CO}_{3}\) দ্রবীভূত রয়েছে। এই দ্রবণটির ঘনমাত্রা কত মােলার হবে-
- 0.2 M
- 5.3 M
- 10.6 M
- 1.0 M
Ans. 0.2 M
- নিম্নের কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে?
- \(\mathrm{CH}_{4}\)
- \(\mathrm{BCl}_{3}\)
- \(\mathrm{BeCl}_{2}\)
- \(\mathrm{NH}_{3}\)
Ans. \(\mathrm{NH}_{3}\)
- কোন কোয়ান্টাম সংখ্যা ইলেক্ট্রন অরবিটালের আকৃতি নির্দেশ করে?
- n
- \(l\)
- m
- S
Ans.\(l\)
- কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া নয়?
- \(2 \mathrm{FeCl}_{3}(\mathrm{aq})+\mathrm{SnCl}_{2}(\mathrm{aq}) \rightarrow \mathrm{SnCl}_{4}(\mathrm{aq})+2 \mathrm{FeCl}_{2}(\mathrm{aq})\)
- \(\mathrm{PbS}(\mathrm{s})+4 \mathrm{H}_{2} \mathrm{O}_{2}(\mathrm{aq}) \rightarrow \mathrm{PbSO}_{4}(\mathrm{aq})+4 \mathrm{H}_{2} \mathrm{O}(\mathrm{I})\)
- \(\mathrm{H}_{2} \mathrm{~S}(\mathrm{aq})+\mathrm{Cl}_{2} \rightarrow 2 \mathrm{HCl}(\mathrm{aq})+\mathrm{S}(\mathrm{s})\)
- \(\mathrm{NaCl}(\mathrm{aq})+\mathrm{AgNO}_{3}(\mathrm{aq}) \rightarrow \mathrm{AgCl}(\mathrm{s})+\mathrm{NaNO}_{3}(\mathrm{aq})\)
Ans. \(\mathrm{NaCl}(\mathrm{aq})+\mathrm{AgNO}_{3}(\mathrm{aq}) \rightarrow \mathrm{AgCl}(\mathrm{s})+\mathrm{NaNO}_{3}(\mathrm{aq})\)
- অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারকের (RMgX) বিক্রিয়ায় কি উৎপন্ন হয়-
- অ্যালকিন
- ইথার
- অ্যালকেন
- এসিড
Ans. অ্যালকেন
- পটাসিয়াম পারম্যাংগানেট \(\left(\mathrm{KMnO}_{4}\right)\)-এ ম্যাংগানিজ এর জারণ সংখ্যা হল-
- +2
- +5
- +7
- +6
Ans. +7
- নিম্নের বিক্রিয়ার নাম কি? \(\mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{R}+\mathrm{HX} \stackrel{\text { anhydousAlCl }_{3}}{\longrightarrow} \mathrm{C}_{6} \mathrm{H}_{6}+\mathrm{RX}\)
- উর্টজ বিক্রিয়া
- উর্টজ ফিটিগ বিক্রিয়া
- ফিডেল- ক্রাক্ট বিক্রিয়া
- কোব বিক্রিয়া
Ans. ফিডেল- ক্রাক্ট বিক্রিয়া
- কপার সালফেটের জলীয় দ্রবণে এসিডের উপস্থিতিতে \(\mathrm{H}_{2} \mathrm{~S}\) গ্যাস চালনা করা হলে কি ঘটবে-
- দ্রবণটি নীল হলে
- একটি কালাে বর্ণের অধঃক্ষেপ পড়বে
- দ্রবণটি বাদামী হবে
- একটি সাদা বর্ণের অধঃক্ষেপ পড়বে
Ans. একটি কালাে বর্ণের অধঃক্ষেপ পড়বে
- \(\mathrm{C}_{6} \mathbf{H}_{5} \mathrm{OH}+\mathrm{NH}_{3} \stackrel{\mathrm{ZnCl}_{2}}{\longrightarrow}\) বিক্রিয়ার কি উৎপন্ন হয়?
- বেনজয়িক এসিড
- নাইট্রোবেনজিন
- অ্যানিলিন
- ক্লোরােবেনজিন
Ans. অ্যানিলিন
- কোব বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
- স্যালিসাইলিক এসিড
- বেনজয়িক এসিড
- থ্যালিক এসিড
- পিকরিক এসিড
Ans. স্যালিসাইলিক এসিড
- নিম্নের কোনটি কিটোনের কার্যকরী মূলক?
- -OH
- >C=0
- -CHO
- -COOH
Ans. >C=0
- কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ার ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়-
- ইথিলিন
- মিথেন
- অ্যাসিটিলিন
- ইথেন
Ans. অ্যাসিটিলিন
- 0.1 M হাইড্রোক্লোরিক এসিডের pH মান কত?
- 0.1
- 1.0
- 1.1
- 10.1
Ans. 1.0
- বায়ুর অনুপস্থিতিতে উচ্চতাপমাত্রায় (600°C) কাঠকে দহন করলে নিচের কোনটি পাওয়া যায়?
- কোক
- ছাই
- কাঠকয়লা
- গ্লুকোজ
Ans. কাঠকয়লা
- অ্যাসিটিলিন যৌগের একটি অণুর মধ্যে মােট সিগমা বন্ধনের সংখ্যা হল-
- 3
- 1
- 2
- 0
Ans. 3
- 4.0g হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনে পােড়ালে উৎপন্ন পানির পরিমাণ-
- 16g
- 18g
- 54g
- 36g
Ans. 36g
- কোন বিক্রিয়ার বেগ ধ্রুবক k-এর মাত্রা যদি \((\text { Time })^{-1}\) হয়, তবে বিক্রিয়াটি ক্রম হবে-
- প্রথম ক্রম
- দ্বিতীয় ক্রম
- শূন্য ক্রম
- তৃতীয় ক্রম
Ans. প্রথম ক্রম
- নিম্নের কোন বিক্রিয়াটি \(\mathbf{K}_{\mathbf{p}}=\mathbf{K}_{\mathbf{c}} ?\)
- \(\mathrm{PCl}_{5}(\mathrm{~g}) \rightarrow \mathrm{PCl}_{3}(\mathrm{~g})+\mathrm{Cl}_{2}(\mathrm{~g})\)
- \(\mathrm{N}_{2}(\mathrm{~g})+3 \mathrm{H}_{2}(\mathrm{~g}) \rightarrow 2 \mathrm{NH}_{3}(\mathrm{~g})\)
- \(\mathrm{N}_{2}(\mathrm{~g})+3 \mathrm{H}_{2}(\mathrm{~g}) \rightarrow 2 \mathrm{NH}_{3}(\mathrm{~g})\)
- \(2 \mathrm{HI}(\mathrm{g}) \rightarrow \mathrm{H}_{2}(\mathrm{~g})+\mathrm{I}_{2}(\mathrm{~g})\)
Ans. \(2 \mathrm{HI}(\mathrm{g}) \rightarrow \mathrm{H}_{2}(\mathrm{~g})+\mathrm{I}_{2}(\mathrm{~g})\)
- নিচের কোনটি অ্যামােনিয়ার সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপাদন করে-
- \(\mathrm{CO}_{2}\)
- \(\mathrm{H}_{2} \mathrm{O}\)
- \(\mathrm{CH}_{4}\)
- \(\mathrm{C}_{6} \mathrm{H}_{6}\)
Ans. \(\mathrm{CO}_{2}\)
- ধাতুসমূহের মধ্যে কোনটি ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশী পাওয়া যায়
- Iron
- Potassium
- Calcium
- Aluminium
Ans. Aluminium
- নিম্নলিখিত কোন গ্রুপের মৌলদ্বয় পিরিয়ডিক টেবিলের একই পিরিয়ড শ্রেণীভুক্ত?
- Na,K
- 0,S
- Ar, Kr
- Cu, Zn
Ans. Cu, Zn
- নিচের যৌগগুলির কোনটি হেক্সেনের সমাণু নয়-
- 2,3 dimethyl butane
- 2,2 dimethyl butane
- 2, 2 dimet hyl propane
- 2-methyl pentane
Ans. 2, 2 dimet hyl propane
- \(\mathbf{A}+\mathbf{B} \rightarrow \mathbf{C}\) বিক্রিয়াটির গতি সমীকরণ হলাে \(\mathbf{v}=\mathbf{k}[\mathbf{A}]^{2}: \mathbf{A}\) এর প্রারম্ভিক ঘনমাত্রা দ্বিগুণ করা হলে বিক্রিয়াটির প্রারম্ভিক গতি কতগুণ বৃদ্ধি পাবে।
- 2
- 3
- 4
- 8
Ans. 4
- s ব্লক মৌলের ধর্ম সম্পর্কে সঠিক উক্তিটি চিহ্নিত কর-
- \(\mathrm{Mg}^{2+}\) এর আয়নিক ব্যাসার্ধ \(\mathrm{Na}^{+}\) অপেক্ষা উচ্চতর
- Na এর গলনাংক Mg অপেক্ষা নিম্নতর
- Na এর গলনাংক সর্বদা Mg অপেক্ষা অনেক বেশি
- K এর আয়নীকরণ শক্তি Na অপেক্ষা উচ্চতর
Ans. Na এর গলনাংক Mg অপেক্ষা নিম্নতর
- কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ-
- \(\mathrm{AlF}_{3}\)
- \(\mathrm{AlCl}_{3}\)
- \(\mathrm{SiCl}_{4}\)
- \(\mathrm{SiF}_{4}\)
Ans. \(\mathrm{AlF}_{3}\)
- নিম্নে দেয়া অরবিটালসমূহের কোনটি থাকা সম্ভব নয়?
- 1s
- 2s
- 2d
- 4d
Ans. 2d
- 27°C তাপমাত্রায় 1.0 atm চাপে ৪.2 L আয়তনের কোন গ্যাসের ভর 6.0g। গ্যাসটির আপেক্ষিক ভর কত?
- 44
- 18
- 28
- 16
Ans. 18
- \(\mathrm{H}_{2}+\mathrm{Cl}_{2} \rightarrow 2 \mathrm{HCl}+44 \mathrm{kcal}\) সমীকরণটি বিবেচনা কর নিচের কোন কাজটি এই বিক্রিয়ার সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দেবে-
- \(\mathrm{H}_{2}\) যােগ করা হলে
- \(\mathrm{Cl}_{2}\) সরিয়ে নিলে
- HCl যােগ করা হলে
- তাপমাত্রা বৃদ্ধি করা হলে
Ans. \(\mathrm{H}_{2}\) যােগ করা হলে
- কোন নিষ্ক্রিয় গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
- He
- Ne
- Ar
- Kr
Ans. Ar
- একটি বিক্রিয়ার প্রভাবকের প্রভাব-
- সাম্যাবস্থাকে উৎপাদকের দিকে সরিয়ে দেবে
- কেবল অগ্রগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
- অগ্র-পশ্চাৎ উভয় দিকে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
- পশ্চাৎগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
Ans. অগ্র-পশ্চাৎ উভয় দিকে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
Mathematics
-
\(x^{2}+y^{2}-24 x+10 y=0\) বৃত্তের ব্যাসার্ধ-
- 7
- 5
- 13
- 12
Ans. 13
- \(\tan ^{-1} 1+\tan ^{-1} 2+\tan ^{-1} 3\) এর মান
- \(\frac{\pi}{4}\)
- \(\frac{\pi}{2}\)
- \(\pi\)
- \(2 \pi\)
Ans. \(\pi\)
- (4, 5) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, যা \(x^{2}+y^{2}+4 x+6 y-12=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, তার সমীকরণ-
- \(x^{2}+y^{2}-8 x+10 y+59=0\)
- \(x^{2}+y^{2}-8 x-10 y+59=0\)
- \(x^{2}+y^{2}+8 x+10 y-59=0\)
- \(x^{2}+y^{2}-8 x-10 y-59=0\)
Ans. \(x^{2}+y^{2}-8 x-10 y-59=0\)
-
\(\lim _{x \rightarrow 0} \frac{x(\cos x+\cos 2 x)}{\sin x}\)
- 0
- 2
- \(\pi\)
- \(\frac{\pi}{2}\)
Ans. 2
- \(\int_{0}^{\frac{\pi}{2}} \sqrt{1+\sin \theta} d \theta\)
- \(\sqrt{2}\)
- 2
- 1
- \(\frac{1}{2}\)
Ans. 2
- যদি \(\left|\begin{array}{ccc}1 & 1 & 1 \\ x & a & b \\ x^{2} & a^{2} & b^{2}\end{array}\right|=0\) হলে, \(\mathbf{x}=?\)
- \(-a\) বা, (or) \(\mathrm{b}\)
- a বা, (or) \(\mathrm{-b}\)
- -a বা, (or) \(\mathrm{b}\)
- a বা, (or) \(\mathrm{b}\)
Ans. a বা, (or) \(\mathrm{b}\)
-
\(x^{2}-3 x+5\) এর ন্যূনতম মান-
- 3
- 5
- \(\frac{15}{4}\)
- \(\frac{11}{4}\)
Ans. \(\frac{11}{4}\)
- \(\left(x^{2}+\frac{2}{x}\right)^{6}\) এর সম্প্রসারণে x মুক্ত পদটি-
- 448
- 120
- 240
- 3000
Ans. 240
- একটি গুণােত্তর প্রগমনের চতুর্থ পদ 9 এবং নবম পদ 2187 হলে, সাধারণ অনুপাত কত?
- 7
- 9
- 3
- 27
Ans. 3
- যদি \(A=\left(\begin{array}{ll}1 & 0 \\ 0 & 5\end{array}\right)\) এবং \(B=\left(\begin{array}{ll}5 & 0 \\ 2 & 1\end{array}\right)\) হয়, তখন AB হয় ।
- \(\left(\begin{array}{ll}5 & 0 \\ 2 & 5\end{array}\right)\)
- \(\left(\begin{array}{ll}5 & 0 \\ 10 & 5\end{array}\right)\)
- \(\left(\begin{array}{ll}6 & 0 \\ 2 & 6\end{array}\right)\)
- \(\left(\begin{array}{ll}8 & 1 \\ 12 & 5\end{array}\right)\)
Ans. \(\left(\begin{array}{ll}5 & 0 \\ 10 & 5\end{array}\right)\)
- (4,-2) বিন্দু থেকে 5x+12y =3 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য-
- 8
- \(\frac{8}{9}\)
- \(\frac{3}{7}\)
- \(\frac{7}{13}\)
Ans. \(\frac{7}{13}\)
- \(\int_{0}^{\frac{\pi}{2}}(1+\cos x)^{2} \sin x d x\) এর মান-
- \(\frac{8}{7}\)
- \(\frac{5}{8}\)
- \(\frac{2}{7}\)
- \(\frac{7}{3}\)
Ans. \(\frac{7}{3}\)
- 3, 5, 7, 8, 9 অঙ্কগুলাে এক বা একাধিক বার ব্যবহার করে 7000 থেকে বড় চার অঙ্ক বিশিষ্ট কতগুলাে সংখ্যা গঠন করা যায়-
- 27
- 81
- 72
- 56
Ans. 375
- সরলরেখা 3x + 4y – 12 = 0 দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খন্ডিত অংশের দৈর্ঘ্য-
- 7
- 5
- 9
- ৪
Ans. 5
- কোন বিন্দুতে দুইটি বল 120° কোণে ক্রিয়াশীল। বৃহত্তর বলটির মান 10 N এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মান-
- 4 N
- 5 N
- 6 N
- 8 N
Ans. 5 N
- বাস্তব সংখ্যায় \(|5-2 x| \geq 4\) অসমতাটির সমাধান-
- \(\frac{1}{2} \leq x \leq \frac{9}{2}\)
- \(x \leq \frac{1}{2}\) or, \(x \geq \frac{9}{2}\)
- \(x \leq \frac{1}{2}\)
- \(\frac{1}{2} \leq x \leq 9\) or \(x \leq \frac{29}{2}\)
Ans. \(x \leq \frac{1}{2}\) or, \(x \geq \frac{9}{2}\)
- \(\left(x+y, x^{2}+y^{2}\right)=(2,4)\) হলে, \(x^{2}-y^{2}\) এর মান-
- \(\pm 2\)
- \(\pm 4\)
- \(\pm 6\)
- \(\pm 8\)
Ans. \(\pm 4\)
- tan75° – tan30° – tan75° x tan30° এর মান-
- 0
- 1
- \(\frac{1}{\sqrt{2}}\)
- \(\frac{1}{\sqrt{3}}\)
Ans. 1
- \(4\left(\sin ^{2} \theta+\cos \theta\right)=5\) সমীকরণের সাধারণ সমাধান-
- \(\theta=2 \mathrm{n} \pi \pm \pi / 2\)
- \(\theta=2 \mathrm{n} \pi \pm \pi / 3\)
- \(\theta=2 \mathrm{n} \pi \pm \pi / 4\)
- \(\theta=2 n \pi \pm \pi / 5\)
Ans. \(\theta=2 \mathrm{n} \pi \pm \pi / 3\)
- \(\tan 54^{\circ}-\tan 36^{\circ}\) এর মান-
- \(2 \tan 18^{\circ}\)
- \(2 \cot 27^{\circ}\)
- \(-2 \tan 81^{\circ}\)
- \(-2 \tan 72^{\circ}\)
Ans. \(2 \tan 18^{\circ}\)
- কোন ত্রিভুজের শীর্ষবিন্দুসমূহ (-1, – 2), (2, 5) এবং (3, 10) হলে, তার ক্ষেত্রফল –
- 10 sq.units
- 15 sq.units
- 4 sq.units
- 18 sq.units
Ans. 4 sq.units
- যদি \(y=\sqrt{\cos 2 x}\) হয় তবে, \(\frac{\mathbf{d} \mathbf{y}}{\mathbf{d x}}\) = কত?
- \(\frac{-\sin 2 x}{\sqrt{\cos 2 x}}\)
- \(\frac{\cos 2 x}{\sqrt{\sin 2 x}}\)
- \(\frac{2 \sin x}{\sqrt{\tan x}}\)
- \(\frac{\tan 2 x}{\sqrt{\sin 2 x}}\)
Ans. \(\frac{-\sin 2 x}{\sqrt{\cos 2 x}}\)
- 5x – 2y + 7 = 0 সরলরেখার উপর লম্ব এবং (-3, 1) বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি সরলরেখার সমীকরণ-
- 2x + 5y + 1 = 0
- 2x -5y + 1 = 0
- 2x + 5y – 1 = 0
- 2x -5y – 1 = 0
Ans. 2x + 5y + 1 = 0
- 5 জন বিজ্ঞান ও 3 জন কলা অনুষদের ছাত্র থেকে 4 জনের। একটি কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একজন বিজ্ঞান ও একজন কলা ছাত্র থাকে। কত বিভিন্ন প্রকারে এই কমিটি গঠন করা যেতে পারে?
- 60
- 65
- 70
- 75
Ans. 65
- \(\cos 675^{\circ}+\sin \left(-11385^{\circ}\right)\) সমান-
- \(\cos 675^{\circ}+\sin \left(-11385^{\circ}\right)\)
- \(\frac{1}{\sqrt{2}}\)
- \(-\sqrt{2}\)
- \(\sqrt{2}\)
Ans. \(\sqrt{2}\)
- নিচের কোন রাশিমালাটি sin 3A কে sinA বা cosA এর বহুপদীরূপে প্রকাশ করে?
- \(3 \cos A-4 \cos ^{3} A\)
- \(3 \sin A-4 \sin ^{3} A\)
- \(4 \cos A-3 \cos ^{3} A\)
- \(4 \sin ^{3} A-3 \sin A\)
Ans. \(3 \sin A-4 \sin ^{3} A\)
- 40 হতে 50 সংখ্যাগুলি থেকে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হল। সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
- \(\frac{2}{11}\)
- \(\frac{3}{11}\)
- \(\frac{1}{5}\)
- \(\frac{3}{10}\)
Ans. \(\frac{3}{11}\)
- \(\frac{\tan ^{-1} x}{1+x^{2}}\) এর একটি অনির্দিষ্ট যােগজ-
- \(\left(\tan ^{-1} x\right) \ln \left(1+x^{2}\right)\)
- \(\frac{1}{2}\left(\tan ^{-1} x\right)^{2}\)
- \(\left(\frac{1}{2} \tan ^{-1} x\right)^{2}\)
- \(\frac{1}{2} \tan ^{-1} x\)
Ans. \(\frac{1}{2}\left(\tan ^{-1} x\right)^{2}\)
- দশমিক সংখ্যা 115 কে দ্বিমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়-
- 1110011
- 1110111
- 1111011
- 1101111
Ans. 1110011
- \(1+\frac{3}{1 !}+\frac{5}{2 !}+\frac{7}{3 !}+\)—- ধারাটির যােগফল-
- e
- 2e
- 3e
- 4e
Ans. 3e
Biology
- অস্থির বাইরের আবরণকে কি বলে?
- পেরিকার্ডিয়াম
- পেরিকন্ড্রিয়াম
- পেরিঅস্টিয়াম
- পেরিস্ট্রোমিয়াম
Ans. পেরিঅস্টিয়াম
- বাংলাদেশ কোন প্রাণিভৌগােলিক এলাকার অন্তর্গত?
- নিআর্কটিক
- ওরিয়েন্টাল
- নিওট্রপিক্যাল
- পেলুিআর্কটিক
Ans. ওরিয়েন্টাল
- DNA অণুর সঠিক মডেল তৈরি করে কারা নােবেল পুরস্কার পেয়েছিলেন?
- ওয়াটসন, ক্রিক ও উইলকিন্স
- ওয়াটসন ও ক্রিক
- ব্রাউন ও মিচেল
- মর্গান, ডুজার্ডিন ও পাের্টার
Ans. ওয়াটসন, ক্রিক ও উইলকিন্স
- আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে?
- বৃক্ক
- যকৃৎ
- ফুসফুস
- অগ্ন্যাশয়
Ans. অগ্ন্যাশয়
- রক্ত জমাটের জন্য কোন উপাদানটির প্রয়ােজন নেই?
- থ্রম্বােপ্লাস্টিন
- ফাইব্রিনােজেন
- ইনসুলিন
- প্রােম্বিন
Ans. ইনসুলিন
- ‘মৌমাছি পালন’ কে কি বলা হয়?
- সেরিকালচার
- ল্যাককালচার
- এপিকালচার
- হর্টিকালচার
Ans. এপিকালচার
- সার্বজনীন গ্রহীতা’ রক্তগ্রুপের কি নাম?
- ০
- B
- AB
- A
Ans. AB
- প্রাণিকুলের সর্ববৃহৎ কোষ কোনটি?
- স্নায়ুকোষ
- পেশি কোষ
- উটপাখির ডিম
- অস্থিকোষ
Ans. উটপাখির ডিম
- কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
- মাছ
- সরীসৃপ
- পাখি
- স্তন্যপায়ী
Ans. স্তন্যপায়ী
- মানবদেহের একটি কোষে অটোসােমের সংখ্যা কত?
- 22
- 44
- 46
- 48
Ans. 44
- নিচে উল্লেখিত কোন উপাদানটি কোষ বিভাজনের উদ্দীপক?
- মাইটোকন্ড্রিয়া
- সেন্ট্রিওল
- গলগি বডি
- নিউক্লিয় ঝিলি
Ans. সেন্ট্রিওল
- বংশগতিবিদ্যার জনক কে?
- ডারউইন
- হেকেল
- মেন্ডেল
- হল্ডেন
Ans. মেন্ডেল
- মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টোল : ডায়াস্টোল)?
- 120mm:80mm
- 110mm:60mm
- 170mm:95mm
- 140mm:90mm
Ans. 120mm:80mm
- চিংড়ির পর্বের নাম কি?
- সাইক্লোস্টোমাটা
- অস্টিকথিস
- আর্থোপােডা
- মলাস্কা
Ans. আর্থোপােডা
- নিচে উল্লিখিত কোন প্রাণীটি কেবল ওরিয়েন্টাল রিজিয়নে। পাওয়া যায়?
- ডােরা বাঘ
- বনমােরগ
- হাতি
- জেব্রা
Ans. বনমােরগ
- ফসফোরাইলেশন প্রক্রিয়া কয় প্রকার?
- এক
- দুই
- তিন
- চার
Ans. তিন
- ব্যাকটেরিওফায কি?
- ভাইরাস ধ্বংসকারী ব্যাকটেরিয়া
- মানবদেহে এক সংক্রামক ভাইরাস
- ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস
- এক ধরনের HIV
Ans. ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস
- একটি উদ্ভিদ কোষকে প্রােক্যারিওট বলা হয় যখন-
- কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না
- সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে
- কোষে DNA থাকে না
- কোষ প্রােটিন ও DNA দ্বারা গঠিত
Ans. সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে
- স্বতন্ত্র স্বভােজী জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে?
- Pteris
- Riccia
- Spirogyra
- Sargassum
Ans. Pteris
- সালােকসংশ্লেষণে উদ্ভূত অক্সিজেন এর উৎস কোনটি?
- \(\mathrm{CO}_{2}\)
- \(\mathrm{H}_{2} \mathrm{O}\)
- স্ট্রোমা
- গ্রানা
Ans. \(\mathrm{H}_{2} \mathrm{O}\)
- NADP কি?
- এনজাইম
- কো-এনজাইম
- ভিটামিন
- ফাইটোহরমােন
Ans. কো-এনজাইম
- হ্যাচ ও স্যাক চক্রে \(\mathrm{C}_{4}\) উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কি?
- ম্যালিক অ্যাসিড
- পাইরুভিক অ্যাসিড
- ফসফোগ্লিসারিক অ্যাসিড
- অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড
Ans. অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড
- প্রােটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি?
- লাইসােসােম
- মাইক্রোসােম
- রাইবােসােম
- সেন্ট্রোসােম
Ans. রাইবােসােম
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোন উদ্ভিদ?
- পুনর্ণভা
- সর্পগন্ধা
- নয়নতারা
- কালমেঘ
Ans. সর্পগন্ধা
- ভাইরাস যা দ্বারা গঠিত-
- প্রােটিন ও চর্বি
- প্রােটিন ও ভিটামিন
- প্রােটিন ও নিউক্লিক অ্যাসিড
- চর্বি ও নিউক্লিক অ্যাসিড
Ans. প্রােটিন ও নিউক্লিক অ্যাসিড
- মায়ােসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমােসােম সংখ্যা অর্ধেক হয়?
- মেটাফেজ-১
- অ্যানাফেজ-১
- অ্যানাফেজ-২
- টিলােফেজ-২
Ans. অ্যানাফেজ-১
- পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়-
- ক্লোরেনকাইমা
- ফ্লোয়েম
- জাইলেম
- কোলেনকাইমা
Ans. ফ্লোয়েম
- জাতিজনি শ্রেণিবিন্যাসের প্রবর্তক কে?
- বেন্থাম ও হুকার
- ক্যারােলাস লিনিয়াস
- থিওফ্রাস্টাস
- এঙ্গলার ও প্রান্টল
Ans. এঙ্গলার ও প্রান্টল
- ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান উপাদান হচ্ছে-(পুরাতন সিলেবাস)
- \(\mathrm{CO}_{2}\)
- \(\mathrm{CO}\)
- \(\mathrm{CFC}\)
- \(\mathrm{NO}_{2}\)
Ans. \(\mathrm{CFC}\)
- নিচের কোন প্রজাতি Cruciferae গােত্রের অন্তর্ভুক্ত?(পুরাতন সিলেবাস)
- Shorea robusta
- Brassica napus
- Lablab niger
- Brassica napus
Ans. Brassica napus
বাংলা
-
‘ঠান্ডা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- হিন্দি
- উর্দু
- ফারসি
- সংস্কৃত
Ans. হিন্দি
- কোন রচনাটি কাজী নজরুল ইসলামের নয়?
- যৌবনের গান
- জীবন বন্দনা
- পুঁথির প্রতাপ
- অগ্নি-বীণা
Ans. পুঁথির প্রতাপ
- কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
- গৌড় অপভ্রংশ
- শৌরশেনী অপভ্রংশ
- মাগধী অপভ্রংশ
- মহারাষ্ট্রী অপভ্রংশ
Ans. গৌড় অপভ্রংশ
- ‘ঐহিক’ এর বিপরীতার্থক শব্দটি চিহ্নিত কর-
- লৌকিক
- ইহলৌকিক
- পারত্রিক
- পার্থিক
Ans. পারত্রিক
- কোন বানানটি শুদ্ধ?
- গন্ডুস
- গণ্ডুষ
- গন্ডুষ
- গম্বুশ
Ans. গণ্ডুষ
- ‘খাদির’ শব্দের অর্থ কী?
- খয়ের
- আমলকি
- জর্দাপাতা
- খাদি কাপড়
Ans. খয়ের
- ‘জ্ঞান’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?
- ঞ + জ
- ঞ + গ
- জ্ + ঞ
- গ + ঞ
Ans. জ্ + ঞ
- পাণিনি ছিলেন-
- মহাকবি
- নাট্যকার
- আলংকারিক
- বৈয়াকরণ
Ans. বৈয়াকরণ
- বেগম রােকেয়ার মারা যাওয়ার সাল কোনটি?
- ১৯২৭
- ১৯৩০
- ১৯৩২
- ১৯৩৪
Ans. ১৯৩২
- যােগরূঢ় শব্দটি নির্দেশ কর-
- সন্দেশ
- প্রবীণ
- গায়ক
- পঙ্কজ
Ans. পঙ্কজ
- ‘প্রকৃষ্ট’ শব্দের যথাযথ উচ্চারণ-
- প্রকৃষ্ট
- প্রকৃষটো
- প্রােক্ট
- প্রােকৃশটো
Ans. প্রােকৃশটো
- ‘কাচি’ কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- তুর্কি
- ফারসি
- পর্তুগিজ
- বাংলা
Ans. তুর্কি
- ‘প্রাসঙ্গিক’ শব্দটি কোন পদ?
- বিশেষ্য
- বিশেষণ
- অব্যয়
- বিশেষ্যের বিশেষণ
Ans. বিশেষণ
- ‘প্রসন্ন’ শব্দ কীভাবে গঠিত?
- উপসর্গ সহযাগে
- অনুসর্গ সহযাগে
- সন্ধির দ্বারা
- সমাসের সাহায্যে
Ans. উপসর্গ সহযাগে
- ‘গালিচা’ শব্দের আভিধানিক অর্থ: –
- সামিয়ানা
- শতরঞ্জি
- কার্পেট
- কম্বল
Ans. কার্পেট
- ‘Amplitude’ শব্দের বাংলায় পরিভাষা কোনটি?
- বিস্তৃত
- বিস্তার
- প্রসারিত
- বর্ধিত
Ans. বিস্তার
- ‘বালির বাঁধ’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
- বালি দ্বারা নির্মিত বাঁধ
- ক্ষণস্থায়ী বস্তু
- খেলনা
- প্রতিবন্ধক
Ans. ক্ষণস্থায়ী বস্তু
- ‘পুষ্পাঞ্জলি’ শব্দটি কিভাবে গঠিত?
- প্রত্যয়যাগে
- সন্ধিযাগে
- উপসর্গযাগে
- সমাসযাগে
Ans. সমাসযাগে
- তুমি কিন্তু না বল না। বাক্যে কিন্তু এর ব্যবহার
- নিশ্চয়তাসূচক
- সংশয়সূচক
- অলংকারবাচক
- পদপূরণবাচক
Ans. অলংকারবাচক
- ‘বিলাসী’ গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করতেন?(পুরাতন সিলেবাস)
- খুশি হতেন
- উৎসাহিত হতেন
- বাধা দিতেন
- পিতাকে ডেকে আনতেন
Ans. বাধা দিতেন
- ‘একুশের গল্প’ ছােটগল্পে ব্যবহৃত ‘skull” শব্দের অর্থ কী?(পুরাতন সিলেবাস)
- অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা
- কংকাল
- মাথার খুলি
- মগজ
Ans. মাথার খুলি
- কাগজ তাে দুরেও আনতে পারে। বিলাসী গল্পে এ উক্তি কার?(পুরাতন সিলেবাস)
- বিলাসীর
- মৃত্যুঞ্জয়ের
- খুড়ার
- মৃত্যুঞ্জয়ের বন্ধুর
Ans. মৃত্যুঞ্জয়ের
- স্বচ্ছ নীলাভ মণির মতাে কার চোখ?(পুরাতন সিলেবাস)
- কপিলার
- মালার
- মাছের
- ইলিশ মাছের
Ans. ইলিশ মাছের
- ভাস্কর রাে-র উল্লেখ কোন প্রবন্ধে আছে?(পুরাতন সিলেবাস)
- ভাষার কথা
- সাহিত্যে খেলা
- বই পড়া
- যৌবনের গান
Ans. সাহিত্যে খেলা
- উল্কার মত ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে! এ পঙক্তি কোন কবিতার অন্তর্গত?(পুরাতন সিলেবাস)
- বঙ্গভাষা
- জীবন-বন্দনা
- বাংলাদেশ
- তাহারেই পড়ে মনে
Ans. জীবন-বন্দনা
- সাহিত্য ছেলের হাতের খেলনাও নয় গুরুর হাতের বেতও নয়। এ অংশটি কোন রচনার অন্তর্গত?(পুরাতন সিলেবাস)
- অর্ধাঙ্গী
- যৌবনের গান
- ভাষার কথা
- সাহিত্যে খেলা
Ans. সাহিত্যে খেলা
- যা গরম সর্দিগর্মি হয়ে মরবাে, চলাে বাড়ি যাই।’ এ উক্তিটি কে করেছিল?(পুরাতন সিলেবাস)
- নাসির
- জগদীশ
- সৌদামিনী
- ব্রাদার জন
Ans. নাসির
- তােমার আমার ঘর নাই, তার আবার মানুষ। তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে উক্তিটি কার?(পুরাতন সিলেবাস)
- বন্দে আলী
- করমালী
- কিশাের
- তিলক
Ans. করমালী
- ‘হৈমন্তী’ গল্পে উল্লেখকৃত মার্টিননা কে?(পুরাতন সিলেবাস)
- একজন ফরাসি দার্শনিক
- জার্মান রাজনীতিবিদ
- ইংরেজ কবি
- ইংরেজ লেখক
Ans. ইংরেজ লেখক
- ‘হৈমন্তী’ গল্পের মূলসুর কী?(পুরাতন সিলেবাস)
- বাল্য বিবাহের কুফল
- যৌতুক প্রথার কুফল
- যৌথ পরিবারের সংকট
- নগরজীবনেরসংকট
Ans. যৌতুক প্রথার কুফল
English
.
Read the passage and answer the Q. (01-05)
Learning a second language extends one’s vision and expands the mind. Looking at he would oneself through of one’s perception and adds new dimensions to familiar objects or events. A second language teaches us different ways of labelling and organizing our experiences. The history and literature of a second language record the real and fictional lives of a people and their culture ; a knowledge of them adds to our
ability to understand and feel as they feel.
-
An antonym for ‘familiar’ is —
- similar
- strange
- formal
- unfriendly
Ans. strange
- The word ‘fictional’ is –
- noun
- verb
- adverb
- adjective
Ans. adjective
- A synonym for ‘expands’ is —
- broadens
- uses
- relaxes
- reveals
Ans. broadens
- Which sentence is true?
- The writer recommends learning a second language
- The writer not think a second language can be learnt
- The writer thinks a second language helps us organize fictional lives of a people
- The writer thinks learning a second language is superior to learning one’s first language
Ans. The writer recommends learning a second language
- Complete the following sentence : The writer suggests that-
- a second language can help us to label products for other people
- a second language can help us to read the literature of other people
- a second language can help us to read the literature of other people
- a second language can help us to learn about other people
Ans. a second language can help us to learn about other people
-
- assist/abet
- hate/abhor
- native/immigrant
- sharp/acute
Ans. native/immigrant
- choose the pair that is out of place:
- relinquish/abandon
- humiliate/disgrace
- degrade/disturb
- reject/cancel
Ans. degrade/disturb
- choose the pair that is out of place:
- consent/agree
- retard/hasten
- unclear/obscure
- remote/distant
Ans. retard/hasten
-
Don’t _____ mountains of mole hills.
- made
- make
- having make
- making
Ans. make
- Do you _____ the bell ringing?
- hear
- can hear
- hearing
- heard
Ans. hear
- Monir _____ Yashmin because she is kind to him.
- has liked
- likes
- liking
- had liked
Ans. likes
- The rain paused and the birds _____ to sing.
- begin
- are beginning
- have begun
- began
Ans. began
- They arrange to meet _____ seven.
- in
- on
- out
- at
Ans. at
- We walked _____ the end of the road.
- to
- in
- on
- at
Ans. at
- He was always pulling my legs.
- He was always physically aggressive
- He was always trying to stretch me
- He was always trying to make fun of me
- He was trying to make me stand up.
Ans. He was always trying to make fun of me
- Have you taken leave of your senses?
- Have you decide to act sensibly?
- Have you decide to be sensitive?
- Have you become mad?
- Have you become carefree?
Ans. Have you become mad?
- I do not believe in an eye for an eye.
- I do not believe in exchanging glances
- I do not believe what see
- I do not believe in equal exchange
- I do not believe in punishment equal
Ans. I do not believe in punishment equal
- Working long hours is part and parcel of being a journalist.
- Journalists regularly work long hours
- Journalists regularly keep an eye on the clock
- Journalists divide their work carefully.
- Journalists work diligently forever.
Ans. Journalists regularly work long hours
- Bangladesh is overpopulated . Here the underlined word means-
- too many people
- people wider trees and on the train roofs
- more people in cities
- overcrowded trains and buses
Ans. overcrowded trains and buses
- In 2020, the population of Bangladesh projected to be 210 million.
- undated
- estimated
- devoted
- crowded
Ans. estimated
- I ____ a crime-thriller now.
- read
- was reading
- had read
- am reading
Ans. am reading
- Many people were returning home with their shopping in bags and baskets. Here the underlined word refers to
- going shopping
- buying things
- things bought
- shopping centers
Ans. things bought
- The population density of Bangladesh refers to_____
- The number of people living in the country
- many people living with little space between them
- how thickly or thinly the country is populated
- the birth rate of Bangladesh is projected
Ans. how thickly or thinly the country is populated
- This book _____ to my uncle.
- belonging
- belongs
- was belonging
- is belonging
Ans. belongs
- I _____ television everyday.
- watches
- am watching
- watch
- am watch
Ans. watch
- Layla _____ to school everyday.
- is not going
- is not go
- not going
- not to go
Ans. is not going
- Which word has been spelled correctly?
- niece
- neece
- neice
- nece
Ans. niece
- Which sentence is correct?
- We’ll never see them again
- Never we’ll see them again
- We’ll see them again never
- We’ll see never them again
Ans. We’ll never see them again
- The correct plural of ‘advice’ is _____
- advice
- many advices
- no plural
- much
Ans. no plural
- Complete the sentence with the most appropriate word/ phrase: I _____ at six o’clock.
- get
- get up
- getting
- to get up
Ans. get up
choose the pair that is out of place:Q.6-08
Choose the appropriate verb form: Q. 09-12
Choose the most appropriate : questions 13-14
What do these idioms mean? Q 15-18